গোমোর ফাঁস
-এম এ মামুন
কৃষ্ণপুরের মামলা হামলার
হলো গোমোর ফাঁস,
মিথ্যা মামলার সকল তথ্যে
স্বাক্ষীই দিল বাঁশ।
বাদ গেলননা চেয়য়ারম্যানে
ছেলে নয়ন গ্যাং,
কিশের নেশায় কৃষ্ণপুরে
ছুটছে ভাওয়া ব্যাঙ?
মিথ্যা মামলার নাটক ক্যান
নায়ক চেয়ারম্যান?
এই অভিযোগ গ্রামবাসীর
ভেঙে গেছে ধ্যান।
দুই আসনের এমপি নাকি
নাড়াই এটার কল,
তার কারণেই কৃষ্ণপুরের
জমি নেওয়ার বল?
খবরঃ ( জীবননগরের জমি নিয়ে মিথ্যা মামলার গোমর ফাঁস)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।