নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল তার সাথে থাকা সাইদুর রহমানকে চুয়াডাঙ্গা পুলিশ গ্রেফতার করেছে। গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা অভিমুখ থেকে ফেরার পথে পুলিশের একটি বিশেষ টিম পুলিশ লাইনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। এবিষয়ে সদর থানার অফিসার ইন-চার্জ তোজ্জাম্মেল হক সাংবাদিকদের জানান, মেহেদী হাসান হিমেলের নামে ৯টি মামলার গ্রেফতারী ওয়ারেন্ট আছে। আর হিমেল ও সাইফুলকে যখন পুলিশ গ্রেফতার করে তখন মদের নেশায় দু’জনই বুদ হয়েছিলো। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।