শহর প্রতিবেদক: র্যাব-৬ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানয়েছে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন মুজিব চত্ত্বর এর উত্তর পাশে ঝিনাইদহ-কুষ্টিয়া রোডের পশ্চিম পাশে জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে হতে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ১৭২/- টাকা এবং একটি মোবাইলসেট উদ্ধার প্রসঙ্গে।ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অদ্য ১৭ নভেম্বর ২০১৬ তারিখ রাত ০৭.৪৫ ঘটিকার সময় কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মুজিব চত্ত্বর এর উত্তর পাশে ঝিনাইদহ-কুষ্টিয়া রোডের পশ্চিম পাশে জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে হতে একজন মাদক ব্যবসায়ী ১। শিমুল দাস(২৮), পিতা-মৃত অনিল দাস, সাং-বেপারীপাড়া, থানা ও জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেহ তল¬াশী করে হাতে থাকা একটি প¬াস্টিকের ব্যাগের ভিতর হতে উপরোক্ত মালামাল উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা করা হয়।