গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ মাদকব্যবসায়ী জিনারুল আটক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মোড়ের রনোর চায়ের দোকান থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ জিনারুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আমির আব্বাসের নেতৃত্বে এএসআই রফিক, কনষ্টেবল শাহিন, মহিদুল, রাকিবুল গোপন সংবাদের ভিত্তিতে ৫০পিচ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী বুজরুকগড়গড়ী মাদ্রাসা পাড়ার শুকুর আলির ছেলে জিনারুলকে (২৮) আটক করে। আটকের পর জিনারুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আমির আব্বাস বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর এএইচএম কামরুজ্জামান খান দায়িত্ব গ্রহন করার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।