গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবি চোরাচালান বিরোধী অভিযান প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকার মালামালসহ আটক ৪

chuadanga-bgb-pictur-2-18-10-16

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ভারতীয় ফেন্সিডিল, প্রাইভেট কার, মোটরসাইকেল, বাই সাইকেল, সিমসহ মোবাইল, ইউএস ডলার, বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপিসহ ৪জনকে আটক করেছে। মঙ্গলবার দামুড়হুদার রুদ্রনগর ও  মুন্সিপুর গ্রাম থেকে এদেরকে মালামালসহ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৭লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শত নব্বই টাকা। চুয়াডাঙ্গা-৬বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার ইসমাঈল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর বাঁশঝাড় নামক স্থানে অভিযান চালায়। এসময় দামুড়হুদার নাস্তিপুর গ্রামের আবু বক্করের ছেলে লস্কর আলী (৩৫) ও দর্শনা হল্টচাদপুর গ্রামের আলী আহম্মদ এর ছেলে রাজিবুল ইসলাম কে(৩০) ১ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৭-৫০৪৮), ১টি বাই সাইকেল, সিমসহ ১টি  স্যামসাং গ্যালাক্সি ও ১টি মাইক্রোম্যাক্স মোবাইল, ইউএস ডলার ও ভারতীয় ১০ রুপিসহ আটক করে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য পনের লক্ষ আটত্রিশ হাজার আটশত নব্বই টাকা । একইদিন সকাল ১০টার দিকে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর মাঝপাড়া থেকে পীরপুরকুল্লা গ্রামের হযরত আলী ছেলে, হুমায়ুন কবীর (৩০), ও ঢাকা যাত্রবাড়ী শাহ জাহানের ছেলে রুবেল মিয়াকে (২৪) ২বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ টি ইয়ামাহা মোটরসাইকেল ও সিমসহ ২টি মোবাইল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক দুই লক্ষ সাত হাজার একশত টাকা। আটককৃত মালামালসহ আসামী দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে।