গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা বাসস্ট্যান্ডে পুলিশি অভিযান ফেনসিডিসলসহ মাদক সম্রাজ্ঞী রোজিনা আটক
- আপলোড টাইম : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
- / ৩৯৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাসস্ট্যান্ডে ৪০ বোতল ফেনসিডিলসহ গাংনী উপজেলার খাসমহল গ্রামের স্বামী পরিত্যক্তা রোজিনা খাতুন(২৮) কে পুলিশ আটক করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সসহ বাজারস্থ আলমডাঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করেছে। জানা গেছে আটক রোজিনা খাতুন মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহলের রঞ্জু মন্ডলের স্বামী পরিত্যক্তা মেয়ে। সে গতকাল সকাল ৯টার দিকে ৪০ বোতল ফেনসিডিল নিয়ে আলমডাঙ্গার ফেনসিডিল ব্যবসায়িখ্যাত বিপ্লবের নিকট বাসযোগে পৌঁছে দিতে বাসস্ট্যান্ডে উপস্থিত হয়েছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। আলমডাঙ্গা থানায় রোজিনাকে সোপর্দ্দ করলে থানা পুলিশ চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করেছে। আটক রোজিনা খাতুন জানায়, তার বাসযোগে ফেনসিডিল নিয়ে আলমডাঙ্গা রেলস্টেশনের সামনে অপেক্ষারত বিপ্লবের নিকট পোঁছে দেওয়ার কথা ছিল।