গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান
- আপলোড টাইম : ০৯:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৮০১ বার পড়া হয়েছে
বিভিন্ন মামলার ১২ আসামী আটক : ল্যাপটপ উদ্ধার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার স্টেশনপাড়া থেকে সন্ত্রাসী রানার বাড়ী থেকে ৪টি ল্যাপটপ উদ্ধারসহ হত্যা, ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে আটক করেছে। গত রবিবার ও গতকাল সোমবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসামী আটকসহ ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনপাড়ার মকলেসুর রহমান দুলালের ছেলে রানার বাড়িতে অভিযান চালিয়ে একটি বস্তার মধ্যে থেকে ৪টি ল্যাপটপ উদ্ধার করে। ল্যাপটপ গুলি জব্দ করে থানায় রাখা হয়েছে বলে জানা যায়। এছাড়াও অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি মামলার আসামিদের আটক করা হয়। জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই মহব্বত, এসআই গকুল চন্দ্র ও এএসআই মোস্তফা আলমডাঙ্গার তিওর বিলা গ্রাম থেকে যশোর চৌদ্দগ্রাম চানপুর গ্রামের নুর ইসলামের ছেলে হত্যা মামলার আসামি জালালকে আটক করে। নওদা বন্ডবিলের মন্টু ডাকাতের ছেলে সজিব ওরফে ফজা ডাকাতকে দোয়ার পাড়া থেকে আটক করে। তার সহকর্মী এরশাদপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে সাইফুলকে মাদক সেবনের দায়ে গাংনী ভাটপাড়ার ওহিদুল ইসলামের ছেলে মিরাজুলকে আটকের পর ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
এছাড়াও বাদেমাজু গ্রামের মৃত মকবুলের ছেলে ছরোয়ার হোসেন, গাংনী বাজারের মজনুর ছেলে মহবুল, গড়গড়ী গ্রামের আরজান আলীর ছেলে হামিদুল, একই গ্রামের হারুন আক্তারের ছেলে মিজান, মাগুরা বেচাশাহীপাড়ার মোয়াজ্জেম বিশ্বাসের ছেলে ইমন হোসেন, গড়চাপড়ার আতিউল্লার ছেলে মোস্তাফিজুর রহমান ও আসাননগরের রেজাউলের ছেলে সোহেল রানাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।