
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয়ে গুপ্তধন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গতকাল মঙ্গলবার সকালে শহরের আরাপপুর এলাকা থেকে মাজেদুল ইসলামে নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে শহরের ভুটিয়ারগাতি গ্রামের প্রতারক মাজেদুল ইসলাম। কয়েকমাস পূর্বে নাসির উদ্দিনের পুকুরে পিতলের কলসির মধ্যে থাকা কোটি টাকা মূল্যের সম্পদ জ্বীনের মাধ্যমে উদ্ধার করে দেওয়ার কথা বলে কৌশলে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় সে।
ভুক্তোভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের কাছে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন হুমকি-ধামকি দেয়। পরে ভুক্তোভোগী নাসির সদর থানায় একটি প্রতারণা মামলা করে। মামলা দায়েরের পর র্যাব সকালে প্রতারক মাজেদুলকে গ্রেপ্তার করে।