গুজবে “কান দেবো না, কান দিবেন না” স্লোগানে মেহেরপুরে র্যালী ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন
- আপলোড টাইম : ০৯:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৩৯৭ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: বিএনপি-জামায়াতের গুজব, ‘কান দেবো না, কান দিবেন না’ এই স্লোগানে মেহেরপুর শহরে সচেতনতামূলক র্যালী ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এমএএস ইমনের আয়োজনে ওই কর্মসূচী পালন করা হয়। এমএএস ইমনের নেতৃত্বে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁসারি পাড়া চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রকৌশলী নুরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব মাহাবুব এলাহীসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। এরপরে সন্ধ্যার দিকে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের গুজব সন্ত্রাস নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।