চুয়াডাঙ্গা শনিবার , ২২ অক্টোবর ২০২২

গুগলকে ১৩৩৮ কোটি রুপি জরিমানা করলো ভারত

নিউজ রুমঃ
অক্টোবর ২২, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগলকে ১৩৩৮ কোটি রুপি জরিমানা করেছে ভারত। দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা এ জরিমানা করেছে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অ্যালফাবেট ইনকরপোরেশনের অন্যতম প্রতিষ্ঠান গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন বিষয়ে প্রতিযোগিতাবিরোধী চর্চার জন্য তাদের এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) জানিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইকোসিস্টেমের বিভিন্ন বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে গুগল। তাই তাদের এ জরিমানা করা হয়েছে। স্মার্টফোনের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওএস পরিচালনা ও ব্যবস্থাপনা করে গুগল। নিজস্ব মালিকানাধীন বিভিন্ন অ্যাপ্লিকেশনের লাইসেন্সও দেয় প্রতিষ্ঠানটি। গুগলের অ্যান্ড্রয়েড ওএস ও অ্যাপ ব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান। এজন্য দুই পক্ষকেই চুক্তি ও সমঝোতায় পৌঁছতে হয়। এর মধ্যে অন্যতম মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট (মাডা)। এ অনুযায়ী, ইন্টারনেটে সার্চ করার বিভিন্ন অ্যাপ, ওয়াইজেট, ক্রোম ব্রাউজার আগেই অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হয়। ফলে বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে গুগল সার্চ ব্যবস্থা বেশি সুবিধা পায়। এমনকি ইউটিউবের মতো অর্থ আয় করা অ্যাপগুলোর কারণেও বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশি সুবিধা পায় মার্কিন কোম্পানিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।