গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫টি ইভেন্ট শেষে গতকাল সোমবার বিকেলে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী। তিনি বলেন, ক্রীড়া আগামী প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপকর্ম থেকে বিরত রাখতে বিশেষ ভূমিকা পালন করে। অন্য কোনো মাধ্যম এতো ভূমিকা রাখে না। তাই সুস্থ্য দেহ, ফুরফুরে মন মানসিকতা ও দক্ষ আগামী প্রজন্ম গড়তে ক্রীড়ার প্রতি মনোযোগ দিতে হবে।’
এসময় বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহসভাপতি শুকুর আলী, ২ নম্বর ওয়াডের্র ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তসলিমুজ্জামান সাগর, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুকুল হোসেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রওশনারা বেগম, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি হায়দার মল্লিক।