সমীকরণ প্রতিবেদক:
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজ রানার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাব-রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত সকলেই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।