গাংনী সরকারী ডিগ্রী কলেজের আই.সি.টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কলেজের শুভ কামনা করে বিশেষ মোনাজাত
- আপলোড টাইম : ০২:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
- / ৩৮৫ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনী সরকারী ডিগ্রী কলেজের আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনী সরকারী ডিগ্রী কলেজের শহীদ মিনারের পার্শ্বে চারতলা বিশিষ্ট আই.সি.টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে হিসেবে ফলকের মোড়ক উন্মোচন করেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভীরন সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ ও গাংনী থানা সেকেন্ড অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুব্রত কুমার, শিক্ষা বিষয়ক ইঞ্জিনিয়ার শাহানারা খানম, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগেরসহ সভাপতি সাইফুজ্জামান শিপুসহ কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজের শুভ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত জামিনুর রহমান কালু জানান, কুষ্টিয়ার ‘সার্জিল এন্ড গ্লাক্সি জয়েন্ট ভেঞ্চার’এই ভবন নির্মাণ করবে। ১৮ মাসের মধ্যে এই কাজ শেষ করে কলেজ কর্তৃপক্ষের হাতে দায়িত্ব তুলে দেয়া হবে। চারতলা বিশিষ্ট আই.সি.টি ভবনটির নিমার্ণ ব্যয় ধরা হয়েছে ২কোটি ৩৪ লক্ষ টাকা। শিক্ষা প্রকৌশলী অফিসের অর্থায়নে কাজটি বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর।