গাংনীর রংমহল মাঠ থেকে সাড়ে এগার কেজি গাঁজা উদ্ধার

গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল মাঠ থেকে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৪৭ বিজিবি অধীনস্থ রংমহল বিওপি কমান্ডার সুবেদার আশরাফ আলীর নেতৃত্বে গাঁজা উদ্ধার অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির অভিযানের সময় রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে ভারত থেকে গাঁজা আনা চোরাকারবারীরা পালিয়ে যায় বলে ধারণ করা হচ্ছে।