
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া নওয়াপাড়া (বিএন) কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উদ্বোধন শেষে কলেজের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় শিক্ষা প্রকৌশলী আতিকুর রহমান, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসনে, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম আলী খাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।