গাংনীর ভাটপাড়া গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে পানিতে ডুবে সারাফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সারাফ ভাটপাড়া গ্রামের পিণ্টু মিয়ার ছেলে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু সারাফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গতকাল সকালে শিশু সারাফ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে আসলেও সারাফ বাড়ি ফিরে না। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে পথচারীরা। এসময় স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, শিশু সারাফ পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে মারা গেছে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।