
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ৮ নম্বর ধানখোলা ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি থেকে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ফিতা কেটে এর উদ্বোধন করেন। ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার ও জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ।