গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন জুগিন্দা গ্রামের শাহাজাদ আলী শাহর ছেলে মফিজুল ইসলাম, খোদা বক্সের ছেলে আলাউদ্দিন, একই গ্রামের মরহুম জাফর আলীর ছেলে জাকির হোসেন, মরহুম খোদা বক্সের ছেলে সালাউদ্দিন ও মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম। উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই তফশিল ঘোষণা ও মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন অফিস। নিয়ম অনুযায়ী বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৫টি মনোনয়নপত্র জমা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখ বেলা ১১টার সময় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। সকল নিয়ম-কানুন মেনেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ। এদিকে, এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের নেতা মফিজুল ইসলামকে স্থানীয় আওয়ামী লীগের নের্তৃত্ব সাবেক ছাত্রনেতা আবুল বাশার, গোলাম মোস্তফা ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বিশিষ্ট ঠিকাদার নুর ইসলাম সমর্থন দিয়েছে। যার ফলে ভোটের আগেই এগিয়ে গেলেন মফিজুল। প্রসঙ্গত, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আলী অসুস্থজনিত কারণে মারা যাওয়ায় উক্ত আসনটি শূন্য হয়।
হোম আজকের পত্রিকা শেষের পাতা গাংনীর ধানখোলা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল