গাংনীর জুগিন্দায় জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দাতে স্থানীয়দের অর্থায়নে নির্মিত জুগিন্দা পশ্চিমপাড়া জামে মসজিদের নতুন ভবন উদ্বোধনকরা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মুস্তাকিন বিল্লাহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গুলতান হোসেন, হাফেজ মাওলানা মো. জাকিরুল ইসলাম, মসজিদের খতিব জিহাদ ইসলাম প্রমুখ।