গাংনীর কাথুলী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

OLYMPUS DIGITAL CAMERA

গাংনী অফিস: গাংনী উপজেলার কাথুলী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানা দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ইউপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ আব্দুল হামিদসহ নব নির্বাচিত মেম্বর ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আক্তারুজ্জামান লাভলু মাস্টার। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে বিদায়ী মেম্বরদেরকে উপহার প্রদান করা হয়। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণকালে জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানু রহমান রানা বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে উন্নয়ন কাজ করা সম্ভব হবে। তিনি এলাকার মানুষের সার্বিক উন্নয়নে প্রতিশ্র“তি ব্যক্ত করেন।