চুয়াডাঙ্গা বুধবার , ২৭ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ রুমঃ
জুলাই ২৭, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ৫ শ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত জোসেফ রোজারিও উপজেলার চৌগাছা গ্রামের খ্রিস্টান পাড়ার ক্লেমন্ট রোজারিওর ছেলে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জোসেফ রোজারিও তার নিজ বাড়িতে মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার শয়নকক্ষের সানসেটের ওপর থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত জোসেফ রোজারিওর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।