
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ২০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-১২)। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়। রুবেল তেতুঁলবাড়িয়া ইউনিয়ানের সহড়াতলা গ্রামের বাগানপাড়ার নজরুল ইসলামের ছেলে। র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মো. গোলাম ফারুক জানান, গাংনী থানার সাহারবাটি ইউনিয়নের ভ্রমরদহ-করমদি সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাবের সদস্যা। এসময় রুবেল হোসেনকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়া রুবেলের কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।