গাংনীতে ১৩টি ককটেল ও ৬০টি পটকা উদ্ধারসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মি আটক
- আপলোড টাইম : ০৯:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৫৪ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৩জন নেতাকর্মিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৩টি ককটেল ও ৬০টি পটকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালান। গ্রেফতারকৃতদের মধ্যে কাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খবির উদ্দীন রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রামের আক্তারুল ইসলাম, আমিনুল ইসলাম, মিন্টু মিয়া, আব্দুল মজিদ, সোনাহার, শের আলী, নজরুল ইসলামসহ ২৩ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আটককৃতরা সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩টি হাতবোমা ও ৬০টি চকলেট বোমা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে বেলা ১০টার দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশের অভিযানেও বিভিন্ন মামলায় আরো ১৫ জনকে আটক করা হয়েছে।