গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। সংগঠনের সভাপতি মামুন অর রশীদ বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, সংগঠনের উপদেষ্টা শফিউর রহমান টমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের তৌহিদুল ইসলাম ও কাম ফর হিউম্যানিটির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি নোমানুর রহমান সবুজ, শিশুবিষয়ক সম্পাদক মাহমুদা রহমান মিম ও সাংগঠনিক সম্পাদক ইরফানা তাসনোবা।
হোম আজকের পত্রিকা শেষের পাতা গাংনীতে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন