গাংনীতে স্বজনপ্রীতির বিরুদ্ধে শ্রমিকদের প্রতিবাদ সভা
- আপলোড টাইম : ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাটবীজ খামারে নিয়ম বহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই, অনাবাদি জমিতে আবাদ করা, বহিরাগতদের নিয়োগ বাতিল, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে চিৎলা ভিত্তি পাটবীজ খামার শ্রমিক ইউনিয়ন এ প্রতিবাদ সভার আয়োজন করে। চিৎলা ভিত্তি পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
গাংনী পৌর কৃষক লীগের সহসভাপতি আলাল উদ্দিন রেণ্টুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দর রাজ্জাক, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, গাংনী পৌর ১ নম্বর ওয়ার্ড কমিশনার আলমগীর হোসেন, ২ নম্বর ওয়ার্ড কমিশনার মিজানুর রহমান, ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম, মণ্টু মিয়া ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।