মেহেরপুর অফিস:
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। গোলাপি খাতুন মেহেরপুর জেলার গাংনী থানাপাড়ার কৃষক হাফিজুর রহমানের স্ত্রী। গোলাপির পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় তাঁর কোমরে সাপে কামড় দেয়। সাপ দেখতে না পাওয়ায় চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন পরিবারের লোকজন। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ভোরের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় সাপের কামড়ের বিষয়টি মাথায় রেখে অ্যান্টিভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ডের সিদ্ধান্ত হয়। রেফার্ড প্রক্রিয়া করার মধ্যেই তাঁর মৃত্যু হয়।