
গাংনী অফিস: গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামি লতিফা খাতুনকে গ্রেফাতার করেছে পুলিশ। গতকাল রাতে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সে জুগিন্দা গ্রামের রমজান আলীর স্ত্রী। জানা গেছে, গতরাত সাড়ে ৮টার দিকে গাংনী থানা এসআই শংকর কুমার ঘোষ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লতিফা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অর্থ প্রতারণার একটি মামলায় আদালত থেকে তার এক বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসআই শংকর।