প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের মাটিবাহি ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-খাসমহল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে শান্ত মিয়া (১৭) ও একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে অপু আলী (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত মিয়া ও অপু দুই বন্ধু একটি মোটরসাইকেলযোগে তেঁতুলবাড়ীয়া বাজার থেকে খাসমহল বাজারের দিকে যাচ্ছিল। পথের মধ্যে তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়া মসজিদের নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি মাটিবাহি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে শান্ত ও অপু রাস্তায় ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা তাদেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। দুজনের জখম গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
