
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে মা ও মেয়েকে পিটিয়েছে মানিক হোসেন নামের এক জামাই। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, মহিষাখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মানিক হোসেন স্ত্রী পলি খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। বিষয়টি খোঁজ নিতে শনিবার সকালে জামাই বাড়িতে আসেন শ^াশুড়ী সালেহা খাতুন। রাতে স্ত্রী পলি ও শ^াশুড়ী পলি খাতুনকে বেধড়ক মারপিট করে জামাই মানিক হোসেন। পরে প্রতিবেশীরা মা মেয়েকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। চাচাতো শ্যালিকার সঙ্গে পরকিয়া প্রেমের জের ধরে এই মারধর বলে জানান আহতরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।