গাংনীতে মাদকবিরোধী অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান আটক
- আপলোড টাইম : ০৯:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
- / ৩৪৬ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বামন্দী ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়ালকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তিনি একজন নিয়মিত মাদকসেবি। অন্যদিকে তার পরিবারের দাবি এটা রাজনৈতিক বিষয়। গাংনী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল ও কাজীপুর ইউনিয়নের সাবেক সদস্য বিএনপি নেতা আজিজুল হককে মাদকসেবি হিসেবে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। তাদের মাদকসেবী হিসেবে পুলিশ আটক দেখালেও আব্দুল আওয়ালের পরিবারের দাবি রাজনৈতিকভাবে আটক করলেও পুলিশ মাদকসেবী বানানোর চেষ্টা চালাচ্ছে। শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বামন্দী-কাজীপুর সড়কের সাহেবনগর মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে আসার সময় গাংনী থানা পুলিশের একটি টিম তাদের আটক করে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ পিপিএম বলেন, শনিবার রাতে ভারতীয় সীমান্তে মাদক সেবন করে ফেরার পথে পুলিশের হাতে আটক হয় আব্দুল আওয়াল ও তার এক সহযোগি। পরে রোববার সকাল ১০টার দিকে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আদালতে জামিন চাইলে আদালত জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।