গাংনীতে ভুয়া কবিরাজের জেল-জরিমানা

মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার গাংনীতে অভিযান চালিয়ে সাজিদ রহমান নামের এক ভুয়া কবিরাজকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করে। দণ্ডিত ভুয়া কবিরাজ সাজিদ রহমান (২৪) নাটোর জেলার লালপুর থানার ইসলামপুর গ্রামের মাজদার রহমানের ছেলে।
জানা গেছে, গাংনী উপজেলার তেরাইল গ্রামে ভুয়া কবিরাজ সাজিদ রহমান তার শশুর বকুলের বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে কবিরাজি ব্যবসা চালিয়ে আসছেন। বিভিন্ন এলাকায় নিযুক্ত দালাল চক্রের মাধ্যমে রোগী সংগ্রহ করে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন তিনি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কবিরাজ সাজিদ রহমানের কাছে চিকিৎসা সম্পর্কিত কাগজপত্র না থাকায় বাংলাদেশ আয়ুর্বেদিক ও ইউনানী আইন লঙ্ঘন অপরাধে এক মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেছেন।