মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন নারী আসামি রয়েছেন। এসব আসামিদের গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশের বেশ কয়েকটি টিম এ অভিযান চালায়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি আদেশ জারি করেন। এ আদেশ বলে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জিআর ৮ জন ও সিআর মামলার ৬ জন রয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।