গাংনী অফিস:
নভেল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষেরা বাজারে গিয়ে পুঁইশাক, মিষ্টি কুমড়া, লাউ, বাঁধাকপি, ঝাল-লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেল বিনা পঁয়সায়। সড়কের পাশে রাখা এসব সবজি ব্যাগে ভরে নিয়ে গেলেন নিম্নবিত্ত পরিবারগুলো। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মেহেরপুরের গাংনী শহরের তহবাজারের অদূরবর্তী কাথুলী মোড়ে সড়কের সঙ্গেই এ বিনা পঁয়সার সবজির বাজার বসান গাংনী পৌর ছাত্রলীগ। পৌর ছাত্রলীগের এ ব্যতিক্রমী আয়োজনে অনেকটাই খুশি নিম্নআয়ের মানুষেরা। এ সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।