গাংনীতে বাউবির পরীক্ষা কেন্দ্র পরির্দশনে উপজেলা আ’লীগে সভাপতি খোকন নকল মুক্ত দেশ গড়তে সকলকে সহযোগিতা করতে হবে
- আপলোড টাইম : ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৫৭ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরর গাংনী উপজেলার কাজিপুর কলেজের উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হঠাৎ গতকাল শুক্রবার সকালে পরীক্ষার কেন্দ্র পরির্দশনে যান উপজেলা আ’লীগের সভাপতি সাহিদুজামান খোকন ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। বাউবির পরীক্ষা পরিদশর্নে গিয়ে উপজেলা আ’লীগের সভাপতি সাহিদুজামান খোকন বলেছেন, নকল মুক্ত দেশ গড়তে সকলকে সহযোগিতা করতে হবে। নকল করে পাশ করে দেশের জন্য কাজ করা যায় না। ভালোভাবে পড়াশুনা করে সুষ্ট পরিবেশে পরীক্ষা দিয়ে নিজের ও দেশের ভাব মূর্তি উজ্বল করতে হবে। তাই চায়ের দোকানে আর বন্দুদের সাতে আড্ডা কমিয়ে দিয়ে সন্ধ্যা হলেই ঘরে ফিরে পড়ালেখা করার আহবান জানান। এদিকে কাজিপুর কলেজে নকল মুক্ত পরিবেশে পীরক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আ’লীগের সভাপতি সাহিদুজমান খোকন। সেখানে দায়িত্বরত শিক্ষকরা প্রথমে ছাত্রছাত্রীদের সার্স করে মোবাইল, ব্যাগসহ অনন্যা কাগজপত্র শিক্ষকদের নিজ হেফাজতে নেয়। পীরক্ষা কেন্দ্র পরিদর্শনের সময়ে উপস্থিত ছিলেন, কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদেসুর রহমান, উপজেলা আ’লীগের বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক আহসানল্লাহ মহন, সহিদসেবা সংস্থার নিবার্হী পরিচালক ও জ্যাক মিশন স্কুলের পরিচালক রিন্টু, কাজিপুর কলেজের প্রভাষক রিয়াজ, আ’লীগের সভাপতি সাহিদুজামান খোকনের পিএস মুক্তারুল ইসলাম প্রমুখ।