গাংনীতে বধ্যভূমি সংরক্ষণ ও সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তুর উদ্বোধনকালে এমপি মকবুল
- আপলোড টাইম : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৯৬ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের জীবন মানউন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
গাংনী অফিস: মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ ও জীবন মানউন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। তাই দেশের সকল মুক্তি প্রেমী মানুষকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি টেপুখালী বধ্যভূমি সংরক্ষণ ও সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, এলজিইডির মেহেরপুর নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দ্দার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম, মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম, গাংনী উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকুলী, শহিদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াছিন রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদু মুর্শেদ অতুল, মুক্তিযোদ্ধা নেতা আমিরুল ইসলাম ও ছাত্রলীগের সাবেক নেতা জুবায়ের হোসেন উজ্জলসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।