গাংনী অফিস:
মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে গোলাম রসুল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এ বজ্রপাতে ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল সড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক গোলাম রসুল প্রতিদিনের ন্যায় ১৫-২০ গরু নিয়ে গ্রামের ধঞ্চের মাঠে গিয়েছিলেন। গরু চরানোর একপর্যায়ে ভারীবর্ষণ শুরু হয়। তখন ফাঁকা মাঠে অন্যান্য কৃষকের সাথে তিনিও গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। এসময় মাঠের মধ্যে থেকে নিরাপদ আশ্রয়ে আসার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই গোলাম রসুলের মৃত্যু হয়। বজ্রাঘাতে আহত হন গরু চরাতে যাওয়া একই গ্রামের আজিজুল ইসলাম (৫০)। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।