গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীর বামুন্দিতে ব্যাগভর্তি ফেনসিডিলসহ শাহীনুর রহমান সবুজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান ওরফে সবুজ (২৭) কুষ্টিয়ার মিরপুরের আটিক গ্রামের হাবিবুল ইসলামের ছেলে। এ সময় সবুজের ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বামুন্দি বাজারের শ্যামলী এন আর পরিবহনের বাস কাউন্টার থেকে তাঁকে আটক করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জুলফিকার আলী জানান, সবুজ নামের এক মাদক ব্যবসায়ী বামুন্দি বাজারে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আজয় কুমার কুণ্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে বামুন্দি বাজারেরর অনেক খোঁজাখুঁজি করে শাহীনুর রহমান সবুজকে আটক করেন। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহিনুর রহমান সবুজের নামে মাদকের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।