গাংনীতে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে জাহিদ হাসান নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ জরিমানা আদায় করেন। জাহিদ হাসান সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাহারবাটি ইউনিয়নের টেপুখালী মাঠের ফসলি জমির মাটি কেটে ট্রলিতে করে ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন জাহিদ হাসান। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাসহ সড়ক বেহাল হয়ে পড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জাহিদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন ২০১৩ এর ১/৪ ও ১/৫ এবং ১৫/১ ক ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে গাংনী থানা-পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।