
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অফিস। গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ট্রেনিং অফিসার ডা. শেখ মো. মশিউর রহমান ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং খামারিরা অংশ নেন। প্রর্দশনীতে ৫০টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়।