গাংনীতে প্রতিবেশীর হামলায় প্রবাসীর স্ত্রী আহত

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে প্রতিবেশীর হামলায় সৌদি প্রবাসী স্ত্রী ফরিদা খাতুন (৪০) আহত হয়েছেন। সে মাইলমারীর কেশবপুর গ্রামের সৌদি প্রবাসী ইদ্রীস আলীর স্ত্রী গতকাল শনিবার দুুপুরে গাংনী উপজেলার মাইলমারীর কেশবপুরে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় আহত মহিলা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। প্রবাসীর স্ত্রী ফরিদা খাতুন জানান, প্রতিবেশী সাহাজুলসহ তার লোকজন পারিবারিক কলেহের জের ধরে তাদের উপর হামলা চালিয়ে আহত করে। এবং দির্ঘসময় ধরে ঘর থেকে বের হতে দেয়নি। পরে এলাকাবাসী উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।