
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পুলিশের আয়োজনে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় বক্তারা বলেছেন, জঙ্গিবাদ স্বমূলে নির্মূল করতে সকলকে ঐক্যে বদ্ধভাবে কাজ করতে হবে। এ সন্ত্রাস ও জঙ্গিরা এদেশের সন্তান তাই তারা আমাদের প্রতিবেশি বা আমাদের কারোর ছেলে তাই তাদের স্বমূলে নির্মূল করতে হলে সকল শ্রেনি পেশার মানুষকে ঐক্যে বদ্ধভাবে কাজ করতে হবে। সঠিকভাবে খবর গুলো পুলিশ প্রশাসনের কাছে দিতে হবে। এছাড়াও সন্ত্রাস, ছিনতাই ও জঙ্গিদের ধরতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন অপরিহার্য বিষয় উল্লেখ করা হয়।
আলোচনাসভায় মেহেরপুরের গাংনীর জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদীদের বিরুদ্ধ তৈরী হয় শক্ত ভিত। জেলা পুলিশের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনাসভার সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার আহরুজামান, উপজেলা নিবার্হী অফিসার আরিফ-উজ-জামান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, আইনজীবিদের পক্ষে এ্যাড: একেএম শফিকুল আলম, গাংনী পৌর পক্ষে গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি হাজি আলফাজ উদ্দীন, বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কলেজ শিক্ষকদের পক্ষে বিশিষ্ট কথা সাহ্যিতিক রফিকুর রশীদ রিজভী, মাধ্যমিক শিক্ষকদের পক্ষে পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, ইমামদের পক্ষে গাংনী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, শহিদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী নুরজাহান বেগম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, পৌর আ’লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মনিরুজামান মনি, সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার, আব্দুর রাজ্জাক, নাজমুল হুদা, সাবেক কাউন্সিলর কামরুজামান ডাবু, গাংনী আওয়ামী যুবলীগের সভানেত্রী শাহানা ইসলাম শান্তনা, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজামান লালু, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজামান শিপু প্রমুখ। অনুষ্ঠিত আলোচনা সভায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও হত্যাকান্ডের ঘটনায় জনসচেতনতা বৃদ্ধিসহ জঙ্গি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন অপরিহার্য বিষয় উল্লেখ করেন বক্তারা। জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান।