গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার কুঠি ভাটপাড়া (আবাসন) এলাকা ইমাদুল হকের বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে আঁচ করতে পেরে পালিয়ে যান ইমাদুল হক। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) জুলফিকার আলী বলেন, ‘কুঠি ভাটপাড়া আবাসন এলাকার ইমাদুল হক তাঁর নিজ বাড়ি থেকে গাঁজা বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই অজয় কুমার কুণ্ডু ও এএসআই আহসান হাবীব সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় আবাসন ঘরের বেড়ার সঙ্গে টাঙিয়ে রাখা একটি সাদা রংয়ের ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে। এ বিষয়ে ইমাদুল হকের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।