গাংনীতে জিংক ধানের ও চাষপদ্ধতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাংনী অফিস: জিংক ধানের বৈশিষ্ট  উপকারিতা ও চাষপদ্ধতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারভেষ্ট প্লাস এর সহযোগীতায় এবং সাউথ ওয়েষ্ট সিড্স প্রডাক্শন এসোসিয়েশন অব বাংলাদেশ( সসপাব)এর বাস্তবায়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক প্রশিক্ষণে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কুৃষি অফিসার জনাব মোঃ রইচ উদ্দীন। সসপাব এর সভাপতি মোঃ ইসলাম জোয়ার্দারের সভাপতিত্বে এবং  সসপাবে’র প্রজেক্ট কো -অর্ডিনেটর শাহিনুর রহমানের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসাবে প্রধান প্রশিক্ষকরে বক্তব্য রাখেন কৃষি গবেষনা ও উন্নয়ন কর্মকর্তা হাজী মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন (প্রতিনিধি জেলা বীজ প্রত্যায়ন অফিস, বীজ প্রত্যয়ন এজেন্সী কুষ্টিয়াজোন), সসপাব এর সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক। এসময় সসপাবের নির্বাহী সদস্য আকতার হোসেন,শহিদুল ইসলাম, ইনছান আলী এবং মেহেরপুর পল্লী বিদ্যৎ সমিতির এরিয়া পরিচালক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। লটারির মাধ্যমে নির্বাচিত এলাকার ২৫ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।