
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা আ’লীগের সভাপতি সাহিদুজামান খোকন, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক কৃসি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা মহিলা আ’লীগের নেত্রী নুর জাহান বেগম, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজামান শিপু, উপজেলা সভাপতি ছাত্রলীগের তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব প্রমুখ।