গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিনজন জখম

গাংনী অফিস:
গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই, দুই ভাতিজাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই ও তাঁর ছেলেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- গ্রামের জাহাবক্সের ছেলে ইমদাদুল হক (৫০), ইমদাদুলের বড় ছেলে মিলন হোসেন (৩০) ও ছোট ছেলে নিলচাঁদ (২৫)। আহতদেরকে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের জাহাবক্সের বড় ছেলে ইমদাদুল ও ছোট ছেলে ইয়াদুলের সঙ্গে ১০ কাঠা বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে বড় ভাই ইমদাদুল মাপজোক করে ভাগ বাটোয়ারার প্রস্তাব দিলে ছোট ভাই ইয়াদুল ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বড়ভাই ইমদাদুল ও তার ছেলেদের ওপর হামলা চালিয়ে জখম করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।