গাংনীতে ছাত্রলীগের শোভাযাত্রা

সমীকরণ প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপনের লক্ষে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে স্বাগত জানিয়ে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়কে এ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব। শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশ নেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান হাসিবসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।