সমীকরণ প্রতিবেদন: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামী একরামুল হককে (৩০) গ্রেপ্তার করেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত একরামুল হক গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মৃত উষনাই খাঁ’র ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬ গাংনী ক্যাম্পের ইনচার্জ এএসপি তারেক আল বান্নার নেতৃত্বে র্যাবের একটি টীম গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্ত্বিতে বামন্দী বাজারে অভিযান চালিয়ে একরামুল হককে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে। মামলা নং -১৫ তারিখ: ২৭/০৫/২০২২ এর ধারা ৩৮০/৪৫৭/৪১১ পেনাল কোড। গ্রেপ্তারকৃত আসামী একরামুলকে গতকাল সোমবার সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।