গাংনীতে চাঁদার দাবীতে বোমা হামলা

গাংনী অফিস: গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন জনৈক হোসেন আলীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্র্বৃত্তরা। চাঁদা পরিশোধে ব্যর্থ হওয়ায় রোববার রাত একটার দিকে এ বোমা হামলার ঘটনাটি ঘটে বলে দাবী করেছেন গৃহকর্তা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। হোসেন আলী জানান, বেশ কিছু দিন যাবত দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবী করে আসছিল। এ দাবী পরিশোধে অপারগতা প্রকাশ করায় দুর্বৃত্তরা বোমা মেরে হত্যার হুমকি দেয়। ধারণা করা হচ্ছে চাঁদার দাবীতেই দুর্বৃত্তরা এ বোমা হামলা চালায়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোমা হামলাকারীদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।