সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে গাঁজা সেবনের অপরাধে ইসরাফিল (২৬) নামের এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ। গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। দণ্ডপ্রাপ্ত ইসরাফিল উপজেলার ঢেপা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
এর আগে সকালের দিকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঢেপা গ্রামের ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে তাঁকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের আদালতে হাজির করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৯) ধারা মোতাবেক তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।