প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে গর্তের পানিতে ডুবে মুদাসসির হোসেন জিহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ গাংনী উপজেলার সহড়াতলা পশ্চিমপাড়ার আজমাইন হোসেনের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু জিহাদ। বেলা তিনটার দিকে পরিবারের সদস্যরা জিহাদকে দেখতে না পেয়ে তাঁকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী মসজিদের পাশে একটি গর্তে জিহাদের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় প্রতিবেশিরা। এদিকে, শিশু জিহাদের মরদেহ দেখতে গ্রামের শতশত মানুষ ভিড় করে। শিশু জিহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।